সংবাদদাতা,পাণ্ডবেশ্বর,২৭ অক্টোবরঃ ধ্বস প্রবণ খনি এলাকার বিভিন্ন জায়গাতেই প্রতিনিয়ত ধ্বসের ঘটনা ঘটে চলেছে। ঘরবাড়ি উঠোন থেকে কুয়ো পর্যন্ত চলে যাচ্ছে ধ্বসের কবলে। একেই ধ্বস প্রবণ এলাকা তার উপর বিগত দু মাস যাবৎ নিম্নচাপ জনিত কারনে ঘনঘন প্রবল বর্ষণের জেরে মাটি আরও নরম হয়ে উঠেছে। ফলে বাড়ছে ধ্বসের আরও বেশি আতঙ্ক। যেমনটি দেখা গেল রবিবার সাত সকালে পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামের বড়থান পাড়াতে। স্থানীয় বাসিন্দা অভিজিৎ রায় চৌধুরীর বাড়ির কুয়োটি হটাৎই ধসে যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। প্রসঙ্গত,এক মাস আগেই গত ২৫ সেপ্টেম্বর অন্ডাল ব্লকের খান্দরা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাউরি পাড়াতে টানা বৃষ্টিপাতের পর ধসে তলিয়ে গিয়েছিল একটি আস্ত কুয়ো। তারও আগে হরিপুর গ্রামে ধসের কারনে পাতাল প্রবেশ ঘটেছিল মাছ সহ পুকুরের জল। কিন্তু,পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামের বড়থান পাড়াতে আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানান বাসিন্দারা। তাদের মনে হচ্ছে, লাগাতার বৃষ্টিপাতের ফলে মাটি সরে যাওয়ার কারণেই এমনটা ঘটে থাকতে পারে। কুয়োটি এভাবে ধসে যাওয়ায় আশপাশের বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের সঞ্চার হয়েছে।
হটাৎই ধসে গেল বাড়ির আস্ত কুয়ো,আতঙ্ক পান্ডবেশ্বরের কুমারডিহিতে
RELATED ARTICLES