Sunday, August 31, 2025
Google search engine
Homeখেলাজেলা পাওয়ার লিফটিংয়ে ‘স্ট্রং ওমেন’ বিদিশা মাজি ও ‘স্ট্রং ম্যান’ অক্ষয় ঘোষ

জেলা পাওয়ার লিফটিংয়ে ‘স্ট্রং ওমেন’ বিদিশা মাজি ও ‘স্ট্রং ম্যান’ অক্ষয় ঘোষ

সংবাদদাতা,দুর্গাপুরঃ ২৯ আগস্ট ভারতের প্রবাদ প্রতীম হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। এবছর এই বিশেষ দিনটিকে সামনে রেখে দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিম বর্ধমান জেলা পুরুষ ও মহিলা শক্তি উত্তোলন (পাওয়ার লিফটিং) ও বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ। দুর্গাপুরের  এনএইচএসএম কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত দুদিনের এই প্রতিযোগিতার আয়োজক ছিল পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতায় প্রায় সাড়ে পাঁচশ প্রতিযোগীর মধ্যে মহিলা প্রতিযোগীর সংখ্যা ছিল ১২০ জন। পাওয়ার লিফটিংয়ে পুরুষদের দলগত চ্যাম্পিয়ন হয়েছে অ্যাকসো ফিটনেস ও দ্বিতীয় স্থান অর্জন করেছে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস। পুরুষদের বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে দলগত চ্যাম্পিয়ন হয়েছে উর্জা দ্য জিম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে ফিটনেস তন্ত্র। পাওয়ার লিফটিংয়ে মহিলাদের দলগত চ্যাম্পিয়ন হয়েছে ফিটনেস প্রি দল ও দ্বিতীয় স্থান অর্জন করেছে উর্জা দ্য জিম। মহিলাদের বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে ফিটনেস তন্ত্র ও দ্বিতীয় স্থান অর্জন করে ফিটনেস প্রি। পাওয়ার লিফটিংয়ে মহিলাদের মধ্যে ‘স্ট্রং ওমেন’ হয়েছেন এ আই ফিটনেসের বিদিশা মাজি ও মহিলাদের বেঞ্চ প্রেসে সেরা লিফ্টার হয়েছেন ঝুমা গড়াই। পুরুষদের পাওয়ার লিফটিংয়ে ‘স্ট্রং ম্যান’ ও বেঞ্চ প্রেসে বেস্ট লিফ্টার হয়েছেন অ্যাকসো জিমের অক্ষয় ঘোষ। উল্লেখ্য,এবছরই প্রথম  দুর্গাপুরের এমএসএইচএম নলেজ ক্যাম্পাসে এই প্রতিযোগিতা আয়োজন হল। এই চ্যাম্পিয়নশিপকে সফল করতে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান ছিল ঝাঁকজমক। আদিবাসী সম্প্রদায়ের নৃত্য থেকে যোগা,প্রাণায়াম,হাসির ব্যায়াম, ব্যাডমিন্টন, টেবিল  টেনিস,ফুটবল,বক্সিং,ক্রিকেট,দুর্গাপুর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংস্থা উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ক্রীড়া কৌশল প্রদর্শন করে। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার অন্যতম মিট ডাইরেক্টর সীমা দত্ত চ্যাটার্জি, দুর্গাপুরের মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায়,দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়,অল ইন্ডিয়া কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি,পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়,অর্জুন পুরস্কার প্রাপ্ত শুটার ভগীরথ সামুই,সমাজসেবী সুদেব রায়, সুভাষ আগরওয়াল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অল ইন্ডিয়া কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রীর সাথে তার কিক বক্সিং কে জনপ্রিয় করার বিষয়ে কথাবার্তা হয়েছে। তিনি বলেন,দুর্গাপুর বিভিন্ন রকম খেলাধূলায় এগিয়ে চলুক তিনি এই কামনা করেন। মহকুমা শাসক ডঃ সৌরভ চট্টোপাধ্যায় বলেন,তরুণ প্রজম্মের ছেলেমেয়েদের জন্য যে এই শক্তি উত্তোলন প্রতিযোগিতার আয়োজন প্রশংসার যোগ্য।তিনি আরও বলেন,দুর্গাপুর ইতিমধ্যেই শিক্ষা ও স্বাস্থ্য নগরী বিশেষণে অভিহিত হয়েছে। এবার নতুন পালক যুক্ত হলো ক্রীড়া নগরী। অপূর্ব মুখোপাধ্যায় সহ অতিথিরা এই ধরনের প্রতিযোগিতার আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেছেন। বৃষ্টির জন্য প্রথম দিন প্রতিযোগিতা শুরু করতে বিলম্ব তাই পুরুষ ও মহিলা বিভাগে প্রতিযোগীর সংখ্যা বেশি হওয়ায় দুটো অবধি প্রতিযোগিতা চলে বলে জানান মিট ডাইরেক্টর সীমা দত্ত চ্যাটার্জী। তিনি প্রতিযোগীদের উৎসাহ ও উদ্দীপনার প্রশংসা করেছেন। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত রায় এই বড় মাপের চ্যাম্পিয়নশিপকে সফল করতে এনএসএইচএম নলেজ ক্যাম্পাসের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,প্রতিযোগিতায় সমস্ত বিভাগে প্রচুর সংখ্যায় প্রতিযোগীর অংশ গ্রহন নিঃসন্দেহে প্রমান করেছে যে এই খেলাটিও বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments