Thursday, September 19, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গরক্তের বন্ধনে ভ্রাতৃত্বের বন্ধনে মানবতার রাখী বন্ধন

রক্তের বন্ধনে ভ্রাতৃত্বের বন্ধনে মানবতার রাখী বন্ধন

দুর্গাপুর,১৯ আগস্টঃ বিগত বছরগুলির মতো এবারেও দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের ‘সম্পর্ক’ (ডিপিএল শাখা) ও ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির যৌথ উদ্যোগে দুর্গাপুর গ্যামন ব্রীজ মোড় বাস স্ট্যান্ড প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বেলা ১২টা অবধি গান, কবিতা ও বক্তব্য সহযোগে বর্ণময় সম্প্রীতির রাখী বন্ধন অনুষ্ঠান হয়। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের ঐক্য, অখন্ডতা, সম্প্রীতি, নিরাপত্তা রক্ষার শপথ এবং রক্তদান দেশপ্রেমের অঙ্গীকার করা হয়েছে। ২৫০ জনের বেশি মানুষকে রাখী পরানো হয়েছে। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতা কবি ঘোষ, রাজেশ পালিত, শ্যামল ভট্টাচার্য ও অরবিন্দ মাজি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুকুট নাহা, ডিপিএলের আধিকারিক দীপঙ্কর লায়েক ও মৌসুমি চ্যাটার্জি প্রমূখ। এদিনই ছিল বিশ্ব ফটোগ্রাফারস দিবস। ইস্পাতনগরী বিধান ভবনে দুর্গাপুর ফটোগ্রাফারস এসোসিয়েশনের  উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় রাখী বন্ধনের পাশাপাশি আয়োজিত রক্তদান শিবিরে ২ জন মহিলা সহ মোট ১৪ জন রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে। এই অনুষ্ঠানে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। অন্যদিকে,দুর্গাপুর পিউপিলস কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উদ্যোগে ইস্পাত নগরী আকবর রোডে অবস্থিত প্রধান কার্যালয়ে আয়োজিত শিবিরে ৮ জন মহিলা সহ মোট ২৭ জন রক্তদান করেছেন।দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে।সহযোগিতায় ছিল ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments