Sunday, February 2, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরেও নানা কর্মসূচীতে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

দুর্গাপুরেও নানা কর্মসূচীতে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

দুর্গাপুর,২৬ জানুয়ারীঃ সারা দেশের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল দেশের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস। জেলা জুড়ে সর্বত্রই সরকারীভাবে এবং নানা ক্লাব,সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক দলগুলির তরফেও  দিনটি উদযাপন করা হয়। আসানসোল পোলো গ্রাউন্ডে জেলা শাসক এস পুনমবালাম জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরে কুচকাওয়াজে তাঁকে বিশেষ অভিবাদন জানানো হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো এখানে প্রদর্শন করা হয়। ছিল অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। অন্যদিকে আসানসোল পুরসভার তরফে ভগৎ সিং মোড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে দুর্গাপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে  কুচকাওয়াজের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। এখানে গান স্যালুট দেওয়া হয়। এখানেও রাজ্য সরকারের একাধিক ট্যাবলো মাঠের চতুর্দিক পরিক্রমা করে। ছিল আকর্ষনীয় ডগ শো। সবশেষে ছিল একাধিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নৃত্যানুষ্ঠান। মহকুমা শাসকের পাশাপাশি উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় এবং মহকুমা প্রশাসনের আধিকারিকরা।

দুর্গাপুরের একাধিক এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। গোপালমাঠ  জুনিয়র প্রাইমারি স্কুলের অনুষ্ঠানে তিনি জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রজাতন্ত্র দিবস নিয়ে বক্তব্য রাখেন। এরপর ৩৪ নম্বর ওয়ার্ডে তার ক্লাবের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এছাড়া টেগোর এভিনিউ বয়েজ ক্লাব, জাতীয় কংগ্রেসের পার্টি অফিসেও জাতীয় পতাকা উত্তোলন করেন। এখানে কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি দেশের সংবিধানের মর্যাদা ও সম্মান রক্ষার শপথের কথা বলেন। তরুণ রায় তার বক্তব্যে বলেন, আমাদের দেশের সংবিধান কেবল একটি বই নয়, আমাদের সংবিধান গান্ধী, আম্বেদকর এবং নেহেরুজির সুদীর্ঘ বছরের আদর্শ ও ঐতিহ্য বহন করে আসছে। তাই একে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

এদিন দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস এর গুরু নানক রোডের কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সাধারন সম্পাদক রজত দিক্ষীত। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও এদিন এখানে পথ চলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরন করা হয়। এছাড়াও এদিন দুর্গাপুরের প্রায় সর্বত্র নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি পালিত হয়। উল্লেখ্য, ৭৬তম প্রজাতন্ত্র দিবস ২০২৫-এর থিম ছিল ‘গোল্ডেন ইন্ডিয়া: হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট’। এই থিমটি দেশের ঐতিহ্য, ভারতের অগ্রগতির যাত্রাকে তুলে ধরার উদ্দেশ্যে করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments