সার্থক কুমার দে, অন্ডালঃ সিপিআইএম সমর্থক বুদ্ধদেব সরকারের উপর গুলিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি ও এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে রবিবার থেকে ধর্না কর্মসূচিতে বসেছে বাম কর্মীরা।খান্দরা শিবতলা মোড়ে সিপিআইএম কার্যালয়ের সামনে ধর্না মঞ্চ করা হয়েছে। ধর্না চলছে সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। রবিবার থেকে ধর্না কর্মসূচি শুরু হয়েছে,সোমবার ধর্ণা কর্মসূচি পড়ল দ্বিতীয় দিনে। ১৯ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান দলের নেতা সুপ্রকাশ সরকার। দলের দামোদর অজয় নর্থ এরিয়া কমিটির সম্পাদক অঞ্জন বকশি জানান গত ১১ সেপ্টেম্বর সিদুলিতে পঞ্চায়েত কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন দলের সমর্থক বুদ্ধদেব সরকার। ঘটনায় এফআইআর এ নাম থাকা মূল অভিযুক্তদের এখনো গ্রেপ্তার করা হয়নি। অভিযুক্তরা শাসক দলের সাথে যুক্ত থাকার কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ করেন অঞ্জন বাবু। পাশাপাশি কয়লার অবৈধ কারবার ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করার দাবিও জানান তিনি।
দুষ্কৃতীদের গ্রেপ্তার,অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে ধর্না সিপিআইএমের
RELATED ARTICLES