নিজস্ব প্রতিনিধি,বর্ধমান : নেশা মুক্তি কেন্দ্রে শারীরিক অত্যাচারের জেরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠলো পূর্ব বর্ধমানের ভাতারে। মৃত যুবকের নাম জামালউদ্দিন মণ্ডল(৩২)। মৃতের বাড়ি মঙ্গলকোটের সাকোনা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, জামাল উদ্দিন মাঝেমধ্যেই নেশা করতেন। বাড়িতে কোনও কাজকর্ম করতেন না। পরিবারের লোকজন গত আগস্ট মাসে ভাতারের একটি নেশা মুক্তি কেন্দ্রে তাঁকে ভর্তি করেন।সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। গত রবিবার রাতে ওই কেন্দ্র থেকে পাঁচজন জানলা ভেঙ্গে পালানোর চেষ্টা করে।সংস্থার দায়িত্বে থাকা কর্মীরা জামাল উদ্দিন মণ্ডল সহ ৩ জনকে ধরে ফেলে। পরিবারের দাবি সংস্থার কর্মীরা জামাল উদ্দিনকে ব্যাপক মারধর করে। এরপর তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সোমবার রাতে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার দেহের ময়না তদন্ত হয় বর্ধমান পুলিশ মর্গে। পরিবারের দাবি, মৃতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নেশা মুক্তি কেন্দ্রের শারীরিক নির্যাতনের কারণেই এই মৃত্যু হয়েছে। ভাতার থানায় লিখিত অভিযোগ জানিয়েছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকে তালাবন্ধ রয়েছে ওই নেশামুক্তি কেন্দ্র।
নেশা মুক্তি কেন্দ্রে শারীরিক অত্যাচারের জেরে যুবকের মৃত্যুর অভিযোগ
RELATED ARTICLES