সার্থক কুমার দে,অন্ডালঃ কয়লা খনি রাষ্ট্রীয়করনের পর কর্তৃপক্ষ ও শ্রমিকদের উদ্যোগে কোলিয়ারি গুলিতে সূচনা হয় দুর্গাপুজো আয়োজনের। বর্তমানে আধুনিককরনের ফলে কয়লা শিল্পে শ্রমিকের সংখ্যা কমলেও দুর্গাপুজোর আয়োজনে কোনরকম ছেদ পড়েনি। বরঞ্চ বেড়েছে জৌলুস। ইসিএল এর বাকোলা এরিয়ার নাগ কাজোড়া কোলিয়ারির পুজোর আয়োজনে সেই জৌলুস চোখে পড়ছে প্রতিমা দর্শন করতে আসা দর্শনার্থীদের। এবার পুজোটি পড়ল ৩৮ তম বর্ষে। মন্ডপ হয়েছে কাল্পনিক মন্দিরের আদলে। পুজো কমিটির পক্ষে রাজেশ কেওট জানান, এবার পুজোর বাজেট ৪ লক্ষ টাকা। পুজোর চার দিন সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠান উপভোগ করছেন প্রতিমা ও মন্ডপ দেখতে আসা দর্শকরা।
৩৮ বছরে পড়ল নাগ কাজোড়া কোলিয়ারির সর্বজনীন পুজো
RELATED ARTICLES