সাথী প্রামানিক,পুরুলিয়া,২৩ অক্টোবরঃ বিস্তীর্ণ অযোধ্যা পাহাড়ের ৭২টি গ্রামের একমাত্র পুজো এবার ৪৩ বৎসরে পা দিল। অযোধ্যা পাহাড় সার্বজনীন দুর্গা পূজা কমিটির পুজোয় গ্রামবাসীরা ভিড় জমান দিনের বেলাতেই। একসময় ছিল যখন পাহাড়বাসি বাঘমুন্ডি, আড়ষা বা কেও মাঠা যেতেন দুর্গাপূজো দেখতে। যা অনেকটা দূরত্ব এবং দুর্গম ছিল। তা ছাড়া জঙ্গল পার করে যেতেও জীব জন্তুর ভয় থাকতো। আজ থেকে ৪৩ বছর আগে মোড়লরা ৭৫ থেকে ৭২টি গ্রামের বাসিন্দাদের নিয়ে আলোচনা করে অযোধ্যা হিলটপে একটি ক্লাব ঘরে দুর্গা পূজা শুরু করেন। সেই সময় চাঁদা স্বরূপ ধান ভুট্টা গ্রামবাসীরা দিতেন। তা বিক্রি করে এই পূজার আয়োজন হতো। এখন অবশ্য সরকারি অনুদান পান তাঁরা। এই পুজো এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে,তাঁরাও এসে পুজো দেন। আর এই পুজোকে আকর্ষণীয় করে তুলতে ফুটবল টুর্নামেন্ট সহ জেলার ঐতিহ্যবাহি ছৌ,পাতা নাচ,ঝুমুর গান সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
৭২টি গ্রামের একমাত্র পুজো অযোধ্যা পাহাড়ে
RELATED ARTICLES