নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের ফকিরপুরে তল্লাশি অভিযানে যায় আবগারি দপ্তরের কর্মীরা। স্থানীয়দের দাবী, সেই সময় আবগারির কর্মীদের দেখে পালাতে গিয়ে চোলাইয়ের হাঁড়ি সঙ্গে নিয়ে দামোদরের সেচখালে ঝাঁপ দেয় ফকিরপুরের বাসিন্দা গণেশ মল্লিক(৬২) নামে এক বৃদ্ধ। সেই থেকে খোঁজ মিলছে না গণেশ মল্লিকের। প্রথমে স্থানীয় বাসিন্দারা বিস্তর খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেননি, পরে পুলিশ ও বর্ধমান সিভিল ডিফেন্সের কর্মীরা স্পীডবোর্ড নিয়ে তল্লাশি চালায়। শনিবার সকালে দুর্গাপুর থেকে ডুবুরি নিয়ে এসে তল্লাশী চালাচ্ছে প্রশাসন। যদিও স্থানীয়দের দাবী একজন নয় দু’জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত থেকে কৃষ্ণা সাও নামে এক ব্যক্তিও নিখোঁজ আছেন। কৃষ্ণা সাওয়ের বাড়ি রথতলার পদ্মপুকুর এলাকার। স্থানীয়রা জানাচ্ছেন, এরা ফকিরপুরের ডিভিসি সেচখালের পাশে চোলাই বিক্রি করছিল। আচমকাই আবগারি দপ্তরের লোকজন হানা দেওয়ায় এরা ভয়ে পাশের ক্যানেলে ঝাঁপিয়েছে। দীর্ঘ তল্লাশীর পর বিকেলের দিকে দেহ উদ্ধার হয়।
আবগারি দপ্তরের হানা,প্রাণ ভয়ে চোলাইয়ের হাঁড়ি সহ ডিভিসির সেচখালে ঝাঁপ
RELATED ARTICLES