সাথী প্রামানিক,পুরুলিয়া,২৯ অক্টোবরঃ বুনো কন্দ রান্না করে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন ছয় জন। এদের মধ্যে দুই জন শিশু রয়েছে। বলরামপুর ব্লকের করমা গ্রামে সবারই বাড়ি। গতকাল শনিবার ওলের মতো ওই বুনো কন্দ রান্না করে ভাতের সঙ্গে পরিবারের সদস্যরা খান। খাওয়ার পরই তাঁরা সবাই অসুস্থ বোধ করতে থাকেন। প্রতিবেশীরা বুঝতে পেরে স্থানীয় বাঁশগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানেই ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে তাঁদের। এই জনজাতির মানুষরা সাধারণত বিভিন্ন জঙ্গলের ফল, কন্দ, শেকড়বাকড় খেয়েই জীবনধারণ করে থাকে। স্থানীয় একাংশের মোটরএই সময় এই বুনোকন্দ যার স্থানীয় নাম বাওলা খেয়ে থাকে শবররা। এই কন্দের পুষ্টিগুণ খুব বেশি। শুধু এই কন্দ খেয়ে মৃত্যু বা অসুস্থ হওয়ার কারণ হতে পারে না। ওই খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশে থাকতে পারে হয়তো। প্রসঙ্গত, দু’বছর আগে ঠিক এই সময়ই পুরুলিয়ার পুঞ্চা থানার নির্ভয়পুর গ্রামে বুনো কন্দ খাওয়ার পর এক শবর পরিবারের প্রবীণ সদস্যের মৃত্যু হয়। অসুস্থ হয়েছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। সেখানে না হলেও জেলায় ফের এই ধরনের ঘটনা ঘটল।
বুনো কন্দ রান্না করে খাওয়ার পরই অসুস্থ ৬
RELATED ARTICLES