নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ স্কুলে পুজোর ছুটি চলছে। উপস্থিত নেই স্কুলের প্রধান শিক্ষিকা বা স্কুল পরিচালন সমিতির কেউ। অথচ ইঞ্জিন ভ্যানে করে স্কুল চত্বর থেকে দিব্যি সরিয়ে ফেলা হচ্ছে গাছের গুড়ি। বিষয়টি নজরে আসতেই গাছের গুড়ি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া রুখে দিলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে স্কুল চত্বরে ঘটনা সরেজমিনে খতিয়ে দেখে বন দফতর জানালো প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গার্লস হাইস্কুলের এই ঘটনায় সোমবার রীতিমত চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বাঁকুড়া কেঞ্জাকুড়া গার্লস হাইস্কুল চত্বরে থাকা বেশ কয়েকটি গাছ বেশ কিছুদিন আগে কাটা হয়। সেই গাছের গুড়ি এতদিন স্কুল চত্বরেই পড়ে ছিল। আজ সকালে একটি ইঞ্জিন ভ্যানে করে সেই গুড়িগুলি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। স্কুল ছুটির মধ্যে এই গাছের গুড়িগুলি অন্যত্র সরানোয় সন্দেহ তৈরি হয় স্থানীয়দের। গুড়িগুলি পাচার করা হচ্ছে এই অভিযোগ তুলে স্থানীয়রা গাছের গুড়ি বোঝাই ইঞ্জিন ভ্যানটিকে স্কুল চত্বরে আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয়রাই খবর দেন বন দফতরে। ঘটনার খবর পেয়ে স্কুল চত্বরে ছুটে আসেন বন দফতরের আধিকারিকরা। আপাতত গাছের গুড়িগুলিকে অন্যত্র সরাতে নিষেধ করা হয়েছে বন দফতরের তরফে। স্থানীয়দের দাবী ছুটির মধ্যে গাছের এই গুড়িগুলি অন্যত্র সরানোর মধ্যেই লুকিয়ে থাকতে পারে অসৎ উদ্যেশ্য। যার উদ্যোগে গাছের গুড়িগুলি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল তাঁর দাবী স্কুলের আসবাব তৈরির জন্য প্রধান শিক্ষিকার নির্দেশে গাছের গুড়িগুলি করাত কলে নিয়ে যাওয়া হচ্ছিল। বন দফতর জানিয়েছে গাছের গুড়ি অন্যত্র সরানোর ব্যাপারে যে ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় এক্ষেত্রে তা নেওয়া হয়নি।
ছুটির মাঝেই স্কুল চত্বর থেকে একাধিক গাছের গুড়ি সরানোর চেষ্টা রুখলেন গ্রামবাসীরা
RELATED ARTICLES