নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরা থেকে মহিলা যাত্রীর ব্যাগ চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম সুব্রত চক্রবর্তী। উত্তর ২৪ পরগণার বারাসতের অশ্বিনীপল্লিতে তার বাড়ি। রবিবার সকালে বর্ধমান স্টেশনের ৬-৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে চুরির একটি মোবাইল উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি। জিআরপি সূত্রে জানা গিয়েছে, কলকাতার আলিপুর থানার চেতলাহাটের বাসিন্দা অনুপ কুমার মিশ্র পরিবারের লোকজনকে নিয়ে গত ২৭ আগস্ট আজমেঢ়-শিয়ালদহ এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় চেপে যাচ্ছিলেন। ট্রেনটি বর্ধমান স্টেশন অতিক্রম করার সময় তাঁর স্ত্রীর ব্যাগটি খোয়া যায়। ব্যাগে মোবাইল ও অন্যান্য জিনিসপত্র ছিল। এনিয়ে শিয়ালদহ জিআরপিতে অনুপ অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল বর্ধমান স্টেশন হওয়ায় তদন্তের জন্য অভিযোগটি বর্ধমানে পাঠিয়ে দেওয়া হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১০ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলা যাত্রীর ব্যাগ চুরির ঘটনায় গ্রেপ্তার যুবক
RELATED ARTICLES