Friday, November 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গতৃণমূলের বিজয়া সম্মেলনে দলের প্রাক্তন ও প্রবীনদের সম্মান জ্ঞাপনের সঙ্গেই উঠল ইডি-সিবিআই...

তৃণমূলের বিজয়া সম্মেলনে দলের প্রাক্তন ও প্রবীনদের সম্মান জ্ঞাপনের সঙ্গেই উঠল ইডি-সিবিআই প্রসঙ্গও

সার্থক কুমার দে,লাউদোহাঃ বিজয় সম্মেলনী অনুষ্ঠানে দলের প্রাক্তন ও প্রবীণদের সম্বর্ধিত করল তৃণমূল কংগ্রেস। দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগ বুধবার বিকেলে সম্বর্ধনা অনুষ্ঠানটি হয় লাউদোহার সৃষ্টি কমিউনিটি হল চত্বরে। উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,দলের রাজ্য কমিটির সদস্য শিবদাসন দাশু,দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়,জেলা পরিষদের সদস্য চুমকি মুখোপাধ্যায় সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা-নেত্রী ও কর্মী সমর্থকরা। সুজিত মুখোপাধ্যায় জানান, ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস দলের জন্মের সময় সিপিআইএম দলের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যারা দলের হাল ধরেছিলেন সেইসব প্রাক্তন ও প্রবীণ নেতাদের  সম্বর্ধিত করতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি। শিবদাসন বলেন, লড়াই করে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় এসেছে। লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। রাজনৈতিক লড়াই-এ না পেরে তারা ইডি সিবিআই কে মাঠে নামিয়েছে। ২০২১ এ বিজেপি পারেনি,২০২৪ এর লোকসভা ভোটে বিজেপি শূন্য হয়ে যাবে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি গুলির অতিসক্রিয়তার বিরুদ্ধে সরব হন তৃণমূল বিধায়ক তথা শাসক দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস আটকানো যাবে না বলে জানান নরেনবাবু। অনুষ্ঠানের শেষ পর্বে দলের পক্ষ থেকে উপস্থিত সকলকে বিজয়া দশমীর কুশল বিনিময় ও মিষ্টিমুখ করানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments