Monday, November 25, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গকেন্দ্র ১০০ দিনের টাকা না দিলে বিজেপি করতে দেওয়া হবে নাঃদেবু টুডু

কেন্দ্র ১০০ দিনের টাকা না দিলে বিজেপি করতে দেওয়া হবে নাঃদেবু টুডু

নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ ১০০ দিনের কাজ করে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। আর তারাই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে কুত্সা করে যাচ্ছে। এটা চলতে দেওয়া যায় না। এর প্রতিবাদে সবাইকে রাস্তায় নামতে হবে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু। এদিন তিনি বলেন, কেন্দ্র সরকার রাজ‌্যের মানুষের প্রাপ্য ১০০ দিনের টাকা দিচ্ছে না। রাজ্যের এক নেতার কথায় টাকা আটকে দিয়েছে। অথচ এই ১০০ দিনের কাজ যাঁরা করেছেন তাঁরা যেমন তৃণমূল কংগ্রেস করেন, তেমনি বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দলও করেন। সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্টের এই টাকা দিতেই হবে কেন্দ্রের বিজেপি সরকারকে। দেবু টুডু বলেন, টাকা না দিলে বিজেপি করতে দেওয়া যাবে না। এজন্য সকলকে প্রতিবাদে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, গোটা জেলায় কেন্দ্র সরকার একটাও দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। করেনি কোনো এফআইআরও। তাহলে কেন টাকা আটকে রাখবে। এজন্যই আন্দোলন চলছে। সেই আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে। সকলকেই রাস্তায় নেমে এই প্রতিবাদে সামিল হতে হবে। এদিন সংস্কৃতি লোকমঞ্চে এই বিজয়া সম্মেলনে জেলার প্রায় সমস্ত বিধায়ক সহ জেলার নেতৃত্বরা হাজির ছিলেন। হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি সহ কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির নেতৃত্বরাও। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ সুনীল মণ্ডলও। এদিন বক্তব্য রাখতে গিয়ে আগামী ১০ তারিখ পর্যন্ত গোটা জেলা জুড়ে সমস্ত ব্লক, পুরসভার ওয়ার্ডে বিজয়া সম্মেলন করা এবং কেন্দ্র সরকারের ১০০ দিনের প্রকল্প নিয়ে দ্বিচারিতার বিষয়কে জনসাধারণের কাছে তুলে ধরার নির্দেশ দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অন্যদিকে, বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ পরিসংখ্যান তুলে ধরে ১০০ দিনের কাজের বিষয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার তীব্র সমালোচনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments