সার্থক কুমার দে, অন্ডালঃ সিপিআইএম দলের দামোদর অজয় নর্থ এরিয়া সমন্বয় কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারিকরণ ও স্মার্ট মিটার প্রকল্প বাতিলের দাবিতে শুক্রবার উখড়া বিদ্যুৎ কার্যালয়ে করা হয় বিক্ষোভ কর্মসূচি। সংগঠনের পক্ষে অঞ্জন বকসী জানান, প্রচলিত বিদ্যুৎ মিটারের পরিবর্তে স্মার্ট মিটার লাগানোর প্রকল্প নিয়েছে বিদ্যুৎ দপ্তর। এই প্রকল্প বাস্তবায়িত হলে সমস্যার সম্মুখীন হতে হবে বিদ্যুৎ গ্রাহকদের। বাড়বে বিদ্যুৎ খরচের মাশুল। বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণ করার এটা প্রাথমিক ধাপ বলে দাবি করেন অঞ্জন বাবু। স্মার্ট মিটার প্রকল্প বাতিল ও বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারিকরণ রুখতেই এদিনের বিক্ষোভ বলে জানান তিনি। এদিন বিক্ষোভ চলে বেলা ১১টা থেকে বারোটা পর্যন্ত। বিক্ষোভ শেষে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এর হাতে তুলে দেওয়া হয় দাবি সনদ।
স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সিপিএমের
RELATED ARTICLES