বিশেষ প্রতিনিধি, দুর্গাপুর: অল্প কিছুদিন আগেই তিনি দুর্গাপুর এন এই টির ডিরেক্টরের পদে যোগদান করেছেন। কিন্তু এর মধ্যেই তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে তার ছবি সহ প্রকাশ্যে পোস্টার পড়ল জন বহুল এলাকা সিটি সেন্টার এলাকায়। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দুর্গাপুরে। দুর্গাপুর এনআইটির ডিরেক্টর অরবিন্দ চৌবে। তাঁর ছবি দিয়ে এবং সেই সঙ্গে এক গুচ্ছ অভিযোগ তুলে পোস্টার দেখা গেল
শহরে৷ শুক্রবার সকালে এনআইটি দু নম্বর গেট মহকুমা আদালত চত্বর সহ একাধিক জায়গায় এই পোস্টার দেখা যায়। অধ্যাপকদের সঙ্গে খারাপ ব্যবহার, পিএইচডি ও এমটেক পড়ুয়াদের সঠিকস্টাইপেন্ড না দেওয়া সহ একাধিক অভিযোগের কথা উল্লেখ রয়েছে পোস্টারে। কলেজের পড়ুয়া ও অধ্যাপকরা জানিয়েছেন এই প্রথম এনআইটির কোনও ডিরেক্টরের নামে শহরে পোস্টার পড়ল। যাকে কেন্দ্র করে এই পোস্টার এনআইটির ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেন ” পোস্টারের বিষয়ে আমার কিছু জানা নেই। কলেজে অধ্যাপক, অশিক্ষক কর্মচারী ও পড়ুয়াদের সঙ্গে সুসম্পর্ক আছে। কে কি লিখেছে জানি না। প্রয়োজন হলে পুলিশকে বলব তদন্ত করতে।”
দুর্গাপুর এন আই টির ডিরেক্টরের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পোষ্টারের ঘটনায় চাঞ্চল্য
RELATED ARTICLES