Tuesday, November 26, 2024
Google search engine
HomeUncategorizedখনির কাজে স্থানীয়দের নিয়োগ সহ একগুচ্ছ দাবিতে গ্রামবাসীদের মিটিং

খনির কাজে স্থানীয়দের নিয়োগ সহ একগুচ্ছ দাবিতে গ্রামবাসীদের মিটিং

সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : নবগ্রাম সংলগ্ন এলাকায় রয়েছে ইসিএল এর সোনপুর বাজারি প্রকল্পের খোলা মুখ খনি। সেই খনিতে ক্রমাগত বিস্ফোরণের ফলে কেঁপে উঠছে এলাকা, ফাটল দেখা দিচ্ছে ঘরবাড়ির দেওয়ালে । খোলা মুখ খনির কারণে এলাকায় বেড়েছে দূষণের মাত্রা। রাস্তাঘাটের অবস্থাও বেহাল। এসব নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছে নবগ্রাম এলাকার বাসিন্দাদের মধ্যে। খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার সরাসরি আন্দোলনে নামার কথা জানালো গ্রামবাসীরা। রবিবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে দল মত নির্বিশেষে গ্রামবাসীরা একটি মিটিং করে। মিটিং শেষে স্থানীয় বাসিন্দা প্রফুল্ল চ্যাটার্জী মৃত্যুঞ্জয় বকশি, রবিয়া বেগমরা জানান সোনপুর বাজারি সম্প্রসারণ প্রকল্পে এলাকার ৭০০ একর জমি নেওয়া হয়েছে। কয়লা উৎপাদনের জন্য খোলা মুখ খনিতে ক্রমাগত বিস্ফোরণের ফলে এলাকায় ক্ষয়ক্ষতি বাড়ছে।‌ নিয়ম অনুযায়ী প্রভাবিত এলাকায় পানীয় জল রাস্তাঘাটের সংস্কার, বিদ্যুৎ সরবরাহ পরিষেবার দায়িত্ব সংস্থার। কিন্তু সংস্থা এই বিষয়ে এখনও পর্যন্ত কোন দায়িত্বই পালন করেনি। এছাড়া স্থানীয়দের বঞ্চিত করে খনিতে বহিরাগতদের কাজে নিয়োগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কারের জন্য ক্ষতিপূরণ, রাস্তাঘাট সংস্কার ও বিনামূল্যে গ্রামে বিদ্যুৎ সরবরাহের দাবি এবং খনির কাজে স্থানীয় যুবকদের নিয়োগের দাবিতে এদিন মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments