নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ আদিবাসী যুবককে মারধরের ঘটনায় পুলিশ শেখ কামালউদ্দিন ও শেখ আব্বাসউদ্দিনকে গ্রেপ্তার করে। অন্যদিকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি ভাঙচুরের ঘটনায় অয়ন মণ্ডল ও অনুপম মণ্ডল নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার পূর্ব বর্ধমানের রায়নার কামারহাটি গ্রামে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ির কাছে তারই পুকুরে একজন আদিবাসী যুবক মাছ ধরে। মাছ ধরার সময় পঞ্চায়েত মন্ত্রীর কেয়ারটেকার তা দেখে অভিযুক্ত যুবক মহেন্দ্র হেব্ররম কে ধরে ফেলে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল মহেন্দ্রকে বাড়ির মধ্যে তুলে নিয়ে নিয়ে গিয়ে তাকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপর মঙ্গলবার বিকেলে গ্রামের বাসিন্দাদের একাংশ লাঠিসোটা নিয়ে প্রদীপ মজুমদারের বাড়ি ঘেরাও করে ও ভাঙচুর চালায়।
পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে ভাঙচুর-কান্ডে মোট ৪ জন গ্রেপ্তার
RELATED ARTICLES