নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বর্ধমান মেডিকেল কলেজের এনাটমি বিভাগ থেকে দেহ পাচারের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ৫ জনের মধ্যে দু’জন অবিনাশ মল্লিক, বাড়ি দার্জিলিং জেলার মাটিগড়া থানার কালামজোটে।অন্যজন নন্দলাল ডোম।বাড়ি বর্ধমানের সাধনপুরে। দু’জনেই এনাটমি বিভাগের কর্মী। আর একজন ফরেন্সিক সায়েন্স ল্যাবোটোরী (এফএসএল) বিভাগের কর্মী গৌতম ডোম।বাড়ি বর্ধমানের ষাড়খানাগলিতে। বাকী দু’জন সম্পর্কে বাবা ছেলে। বাবা শম্ভু মিত্র অ্যাম্বুলেন্স চালক ও ছেলে সুমন মিত্র শববাহী গাড়ির চালক।বাড়ি বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায়। বর্ধমান থানার পুলিশ বুধবার সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।তার মধ্যে এই পাঁচ জনকে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার আমন দীপ জানিয়েছেন,ঘটনার মূল চক্রী পলাতক। ওই ব্যক্তিকে ধরতে পারলে দেহ পাচারের গোটা বিষয়টি পরিস্কার হবে।পলাতক ব্যক্তি একসময়ে বর্ধমান মেডিকেল কলেজের কর্মী ছিলেন। তবে তার নাম বা পরিচয় জেলা পুলিশ সুপার বলতে অস্বীকার করেন।উল্লেখ্য,বুধবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ থেকে মৃতদেহ পাচার করতে গিয়ে হাতেনাতে ধরে পড়ে শববাহী বহনকারী গাড়ির চালক সহ বেশকয়েক জন।
বর্ধমান মেডিকেল থেকে দেহ পাচারের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ
RELATED ARTICLES