বিশেষ সংবাদদাতা, বাঁকুড়া: এক নৈশ প্রহরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়া শহর লাগোয়া পাতাকোলা এলাকায়। রবিবার সকালে পাতাকোলা শ্মশানঘাট কালী মন্দির চত্বরে ওই দেহটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নাজিবউদ্দিন দালাল (৬৪)। বাড়ি বাঁকুড়া শহরের কেঠারডাঙ্গায়। পরিবারের অভিযোগ, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে নাজিবউদ্দিনকে। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ঘটনাস্থলে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান পরিবারের সদস্য ও স্থানীয়রা। ওই মন্দিরের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কও অবরোধ করা হয়। পরে বিশাল পুলিশ বাহিনি পরিস্থিতি আয়ত্তে আনে। পুলিশের অনুমান, ভারী কোনও জিনিস দিয়ে মাথায় আঘাত করে মারা হয়েছে ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত হয়েছে। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় নৈশ প্রহরী হিসেবে কাজ করতেন নাজিবউদ্দিন দালাল। কালীপুজো উপলক্ষে পাতাকোলা শ্মশানঘাট কালী মন্দিরে ক’দিন পাহারার জন্য নিয়োগ করা হয়েছিল তাঁকে। শনিবার রাতে সেই পাহারার কাজে গিয়েছিলেন তিনি। রবিবার সকালে ওই মন্দিরের সামনেই তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর চাউর হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলের সামনে জাতীয় সড়ক অবরোধও করা হয়। এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনি। ঘটনাস্থলে যান বাঁকুড়ার পুলিশ সুপার সহ জেলা পুলিশের অন্যান্য কর্তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পরিস্থিতি আয়ত্তে এনে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। ঘটনায় এদিনই বাঁকুড়া সদর থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের ছেলে। তদন্ত শুরু করেছে পুলিশ।
নৈশ প্রহরীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য বাঁকুড়া শহরে
RELATED ARTICLES