নিজস্ব সংবাদদাতা,বর্ধমান: ২০২৪ -এর লোকসভা নির্বাচন কার্যত কড়া নাড়ছে। ইতিমধ্যেই যুযুধান রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে তাল ঠুকতে শুরু করেছে। খোদ রাজ্যের তৃণমূল কংগ্রেসও লোকসভা ভোটের জন্য তৈরী। আর সেই ভোট লড়াইয়ে পূর্ব বর্ধমান জেলায় সেনাপতি হিসাবে দল পুরোপুরি আস্থা রাখল আবার কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ওপরই। শুধু তাইই নয়, পূর্ব বর্ধমান জেলা পরিষদের পর জেলার দলীয় পদাধিকারী সর্বোচ্চ তালিকায় রীতিমত রবি প্রভাবেই সিলমোহর দিল দল। সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে পদাধিকারীদের তালিকা প্রকাশিত হয়েছে। কয়েকটি জেলায় কিছু রদবদল হলেও পূর্ব বর্ধমান জেলায় দলের সভাপতি হিসাবে পুর্নবার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেই দায়িত্ব দেওয়া হয়েছে। এরই পাশাপাশি দলের চেয়ারপার্সন করা হয়েছে কাটোয়া মহকুমার মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী ওরফে অচলকে। এর আগে এই পদে ছিলেন পূর্বস্থলীর অশোক বিশ্বাস। তাঁর পরিবর্তে এবার দায়িত্ব বর্তানো হয়েছে অপূর্ব চৌধুরীর কাঁধে। সোমবার নয়া এই তালিকা প্রকাশ হতেই বিশেষত সোস্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত তৃণমূলের সমর্থকরা। যদিও এরই পাশাপাশি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়েও রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রভাব নিয়ে চর্চা শুরু হয়েছিল। জেলা পরিষদের বিভিন্ন স্থায়ী সমিতি গঠনে রবী অনুগামী তথা কাটোয়া মহকুমাকেই বেশি সুযোগ দেওয়া হয়েছে বলে দলের অভ্যন্তরেই মৃদু সমালোচনা শুরু হয়। আর এবার দলীয় পদাধিকারী তালিকাতেও কাটোয়া মহকুমা থেকেই দলের জেলা সভাপতি তথা দলের চেয়ারপার্সন করায় উচ্ছ্বসিত রবী অনুগামীরা।
রবিকে সামনে রেখেই বর্ধমানে লোকসভা ভোটে যাচ্ছে ঘাসফুল শিবির
RELATED ARTICLES