নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ লোকসভার আগে বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই সাংগঠনিক জেলাতেই সভাপতি পদে বদল করেছে তৃণমূল। আর সেই বদল ঘটতেই এবার নিজেদের ক্ষমতা প্রদর্শনে নামল তৃণমূলের ওই দুই সাংগঠনিক জেলা। আজ বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মীকে বাঁকুড়ায় এনে মহামিছিল করল তৃণমূল। মিছিলের জন্য বিপুল অঙ্কের টাকা খরচ নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় বাঁকুড়া ও বিষ্ণুপুর দুই লোকসভাই হাতছাড়া হয়েছিল তৃণমূলের। ২০২১ এর বিধানসভা নির্বাচনেও বাঁকুড়া জেলার ১২ টি আসনের মধ্যে ৮ টি আসন হাতছাড়া হয়। এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার ঠিক আগেই সংগঠন ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে তৃণমূল। সম্প্রতি বাঁকুড়া ও বিষ্ণুপুর দুটি সাংগঠনিক জেলাতেই সভাপতি পদে বদল ঘটায় তৃণমূল। আর এই রদবদল হতেই নিজেদের ক্ষমতা প্রদর্শনে নেমে পড়ে তৃণমূল। আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে শয়ে শয়ে বাস ও ছোট গাড়িতে করে দলীয় নেতা,কর্মী ও লোকজনকে বাঁকুড়া শহরে এনে বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মোড় থেকে জেলা পরিষদ অডিটোরিয়াম পর্যন্ত মহামিছিল করে তৃণমূল। মহামিছিলের জেরে জেলার বিভিন্ন রুট থেকে সরকারী ও বেসরকারী বাস তুলে নেওয়ায় চূড়ান্ত দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মিছিলের জন্য সপ্তাহের প্রথম দিনে বাঁকুড়া বাজার কার্যত স্তব্ধ হয়ে যায়। মিছিলে আসা হাজার হাজার কর্মীকে দুপুরে ঢালাও খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয় দলের তরফে। স্বাভাবিক ভাবে এই মিছিলের খরচ নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তৃণমূল অবশ্য এই মিছিলকে ক্ষমতা প্রদর্শনের চেষ্টা বলে মানতে নারাজ। তাদের দাবী সর্বস্তরের তৃণমূলকর্মীরা নব নির্বাচিত সভাপতিদের সম্বর্ধনা জানাতে স্বত:স্ফুর্ত ভাবে এই মিছিলের আয়োজন করেছেন। মিছিলের খরচ নিয়ে তৃণমূলের দাবী, কর্মীরা নিজেরাই খরচ করে এই কর্মসূচীতে যোগ দিয়েছেন।
লোকসভার আগে দলের শক্তি দেখাতে শহর স্তব্ধ করে তৃণমূলের মহামিছিল বাঁকুড়ায়
RELATED ARTICLES