নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: প্রায় দুমাস ধরে স্কুলে আসেননি প্রধান শিক্ষক। অন্যান্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে এলেও প্রধান শিক্ষকের অভাবে মার খাচ্ছে স্কুলের পঠন পাঠন। মার খাচ্ছে স্কুলের মিড ডে মিল সহ অন্যান্য প্রশাসনিক কাজ। প্রতিবাদে স্কুলে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের প্রায় চার ঘন্টা ধরে তালাবন্দী করে রাখলেন স্থানীয় বাসিন্দারা। বন্ধ স্কুল ঘিরে চলল প্রবল বিক্ষোভও। ঘটনা বাঁকুড়ার কেঞ্জাকুড়া হাই এটাচড প্রাথমিক বিদ্যালয়ের। বাঁকুড়া এক নম্বর ব্লকের অন্যতম বড় প্রাথমিক বিদ্যালয় কেঞ্জাকুড়া হাই এটাচড প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে পাঁচটি ক্লাস মিলিয়ে মোট পড়ুয়ার সংখ্যা ১৮৩ জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন মোট ৬ জন। স্কুলে সহ শিক্ষক শিক্ষিকারা নিয়মিত এলেও আসেননা প্রধান শিক্ষক বিপ্লব মন্ডল। স্কুলের অন্যান্য শিক্ষকদের দাবী প্রধান শিক্ষক শেষ ২৯ সেপ্টেম্বর স্কুলে এসেছিলেন। তারপর থেকে তিনি স্কুলে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় তিনি মাঝেমধ্যেই হাজির থাকেন স্কুলে এমন অভিযোগ। দিনের পর দিন স্কুলে প্রধান শিক্ষক অনুপস্থিত থাকায় স্কুলের পঠন পাঠন থেকে মিড ডে মিল ও অন্যান্য প্রশাসনিক কাজ মার খাচ্ছে। পড়ুয়াদের মূল্যায়ন ব্যবস্থাতেও দেখা দিয়েছে ডামাডোল। এই পরিস্থিতিতে কিছুটা বাধ্য হয়ে আজ কেঞ্জাকুড়া হাই এটাচড প্রাথমিক বিদ্যালয়ে আছড়ে পড়ে স্থানীয় মানুষ ও অভিভাবকদের ক্ষোভ। আজ স্কুলে সহ শিক্ষক ও সহ শিক্ষিকারা হাজির হতেই স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকাবাসী। বিক্ষোভের জেরে প্রায় চার ঘন্টা ধরে তালাবন্দী থাকতে হয় স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুলে উপস্থিত পড়ুয়াদের। স্থানীয় বিক্ষোভকারীদের দাবী সম্প্রতি স্কুলের মিড ডে মিলের চালে ব্যাপক গরমিল করেন প্রধান শিক্ষক। আর তা সামনে আসার পর থেকেই স্কুলে আসা বন্ধ করে দেন ওই প্রধান শিক্ষক। ঘটনার খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ স্কুলে গেলেও স্কুলের তালা খোলেননি অভিভাবকরা।
স্কুলে দুমাস আসেননি প্রধান শিক্ষক, বাঁকুড়ার স্কুলে মূল গেট তালাবন্দি করে বিক্ষোভ
RELATED ARTICLES