নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ফের প্রকাশ্যে উস্কানি মূলক মন্তব্য করে বিতর্কে জড়ালেন ওন্দার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা। ২৯ নভেম্বর কলকাতার সভায় যাওয়ার পথে তৃণমূল পথ আটকালে তাদের টুঁটি ধরে বাসে তুলে গঙ্গার জলে চুবানোর নিদান দিয়ে বিতর্কে জড়ালেন ওই বিধায়ক। কলকাতার সভায় লোক হবে না জেনে আগেভাগেই প্রলাপ বকছে বিজেপি,কটাক্ষ তৃণমূলের। এর আগে বিভিন্ন সময়ে উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ওন্দার এই বিজেপি বিধায়ক। এবার সেই একই বিতর্ক তৈরী হল। গতকাল রাতে বাঁকুড়ার ওন্দা ব্লকের পুঞ্চা শিবতলা এলাকায় ২৯ নভেম্বর কলকাতা আয়োজিত সমাবেশের প্রস্তুতি সভা করে বিজেপি। এই সভায় অমরনাথ শাখা বক্তব্য রাখতে উঠে বলেন, “শোনা যাচ্ছে আমাদের সেই সভায় যাওয়ার ক্ষেত্রে কোথাও কোথাও বাধা দেওয়া হতে পারে। কোথাও আমাদের বাধা দেওয়া হলে আপনাদের বলে রাখছি বাস থেকে নেমে টুঁটি ধরে বাধাদানকারীদের বাসে তুলবেন। আর কলকাতায় গঙ্গার জলে নিয়ে গিয়ে চুবিয়ে দেবেন। এক গালে চড় মারলে আরেক গালে এমন কামড় দেবেন যে গাল থেকে যেন মাংস উঠে আসে”। প্রকাশ্য সভায় বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার এমন মন্তব্যে রীতিমত বিতর্ক তৈরী হয়েছে রাজনৈতিক মহলে। অমরনাথ শাখার যুক্তি কোনো উস্কানিমূলক বক্তব্য তিনি দেননি। এর আগের কলকাতা সমাবেশে যোগ দিতে যাওয়ার অভিজ্ঞতা তাঁদের ভালো নয়। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের কলকাতায় যেতে বাধা দেওয়া হয়েছিল। স্টেশন থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার তাই কর্মীদের আগে থেকেই সচেতন করে দেওয়ার জন্যই ওই মন্তব্য করেছেন। তৃণমূল অবশ্য বিধায়কের এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের দাবী, বিজেপির কলকাতার সমাবেশে লোক হবে না। তা বুঝতে পেরে আগে থেকেই এই সমস্ত প্রলাপ বকতে শুরু করেছে বিজেপি।
তৃণমূল আটকানোর চেষ্টা করলে টুঁটি ধরে বাসে তুলে গঙ্গার জলে চুবানোর নিদান বিজেপি বিধায়কের
RELATED ARTICLES