Friday, November 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গরাস পূর্ণিমার পূণ্য স্নান করতে নেমে অজয়ের জলে তলিয়ে গেল কিশোর

রাস পূর্ণিমার পূণ্য স্নান করতে নেমে অজয়ের জলে তলিয়ে গেল কিশোর

সার্থক কুমার দে,পাণ্ডবেশ্বরঃ রাস পূর্ণিমার পূণ্য স্নান করতে সোমবার অন্যান্য বছরের মতো এবারও পাণ্ডবেশ্বর এর অজয় নদের বিভিন্ন ঘাটে ছিল পুণ্যার্থীদের জমায়েত। অজয়ের ওপারে বীরভূম জেলার ভীমগড় ঘাটে অন্যান্য পুণ্যার্থীদের সাথে স্নান করতে নেমে ছিল পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার উখড়া গ্রামের কুড়ি বাইশ জনের একটি দল। বড়দের সাথে ছিল ছোটরাও। নদীঘাটে একসাথে স্নান করছিল পাঁচ জন কিশোর। এর মধ্যে ৪ জন কিশোর আচমকা নদীর জলে তলিয়ে যেতে থাকে। বিষয়টি নজরে পড়ে অন্যান্য পুণ্যার্থীদের। তারা দ্রুত জলে নেমে প্রীত বর্ণওয়াল (১০) সহ অন্য দু’জনকে উদ্ধার করে নদী পাড়ে নিয়ে আসে।‌ কিন্তু জলে তলিয়ে যায় মৃদুল বর্ণওয়াল (১৪) নামে এক কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটে এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে নদী-ঘাটে ভীড় জমান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানা ও বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ। আসেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা  বীরভূম জেলার শাসক দলের পর্যবেক্ষক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা।‌ প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি। বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি বলে স্থানীয় সূত্রে খবর। উদ্ধার কাজের জন্য তলব করা হয়েছে বীরভূম জেলা প্রশাসনের ডুবুরি দলকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments