সাথী প্রামানিক,পুরুলিয়া,২৭ নভেম্বরঃ সাতসকালে হাতির হামলায় প্রাণ গেল এক বৃদ্ধের। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের মাঠা রেঞ্জের কুদনা বিটের অন্তর্গত টিকরটাঁড় গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিরাশি বছর বয়সী ওই বৃদ্ধর নাম ধুমনাথ সরেন(৮৩)। তাঁর বাড়ি বাঘমুন্ডি অঞ্চলের টিকরটাঁড় গ্রামে। মৃতের ছেলে ভিকুরাম সরেন জানান, “সোমবার সকালে বাড়ির কাছে প্রাতঃকর্মে বেরিয়ে ছিলেন বাবা। বাড়ি থেকে কিছু দূর গিয়েই বুনো হাতির সম্মুখীন হন তিনি। কোনওক্রমে প্রাণে বাঁচলেও মাথায় গুরুতর চোট পান আক্রান্ত।” স্থানীয়দের তৎপরতায় আহত বৃদ্ধকে পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করা হয়। তার পর আক্রান্ত ধুমনাথ সরেনকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেডিক্যাল কলেজের পুরুলিয়া সদর হাসপাতাল ক্যাম্পাসে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার কথা স্বীকার করে পুরুলিয়া বন বিভাগের ডিএফও কার্তিকেয়ন এম বলেন, “আইন নিয়ম অনুযায়ী ওই পরিবার ক্ষতিপূরণ পাবেন। একই সঙ্গে আমরা মাঠা রেঞ্জের বিস্তীর্ণ এলাকায় মাইকিং করে সচেতনতার প্রচার করছি। ওই এলাকায় ১৭ টি হাতি একাধিক দলে রয়েছে।” ওই এলাকার বাসিন্দা নিবারণ সিং ঠাকুর বলেন, “ঘটনার পর থেকে আমরাও আতঙ্কে রয়েছি। এই সময় হাতির দল লোকালয়ের কাছাকাছি আসে। মাঠে পাকা ফসল রয়েছে। হয়তো সেই কারণেই আসে।”
হাতির হামলায় প্রাণ গেল বৃদ্ধের,শোকের মধ্যেই আতঙ্কে স্থানীয়রা
RELATED ARTICLES