নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে মৃত দুই গুরুতর জখম একই পরিবারের আরো এক সদস্য। রবিবার রাতের এই ঘটনায় মারাত্মক আতংক ছড়াল বাঁকুড়া শহরের নতুনচটি এলাকায়। ঘটনায় মৃত্যু হয় দুজনের, গুরুতর জখম একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাঁকুড়া মেডিক্যাল কলেজে। প্রতিবেশীর ধারলো অস্ত্রের কোপে গুরুতর জখম হন একই পরিবারের তিন সদস্য। স্থানীয় সুত্রে জানা গেছে বাঁকুড়া নতুনচটি এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মথুর মোহন দত্তের সাথে জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী পিন্টু রুইদাসের। দীর্ঘ দিনের এই বিবাদ আদালতেও গড়ায়। রবিবার সন্ধ্যে বেলায় এই জায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ সেই সময় পিন্টু রুইদাস নামের ওই প্রতিবেশী ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের উপর। আক্রান্ত হন অবসরপ্রাপ্ত শিক্ষক, তাঁর স্ত্রী ও ছেলে। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় অবসরপ্রাপ্ত শিক্ষক, তাঁর স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করে। সেখানেই এদিন সকালে বাবা মথুরা মোহন দত্ত ও ছেলে শ্রীধর দত্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মা মল্লিকা দত্ত। এদিকে ঘটনার পর থেকে পলাতক পিন্টু রুইদাস নামে ওই অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞেসবাদ শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দোষী ব্যক্তির চরম শাস্তির দাবি করছেন মৃতের পরিবারের সদস্যরা।
প্রতিবেশীর ধারালো অস্ত্রের কোপে মৃত একই পরিবারের দুই,গুরুতর জখম এক
RELATED ARTICLES