Sunday, December 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গচলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা,বর্ধমান স্টেশনে বসার বেঞ্চে সন্তান প্রসব বিহারের বধূর

চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা,বর্ধমান স্টেশনে বসার বেঞ্চে সন্তান প্রসব বিহারের বধূর

নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ বর্ধমান রেল  স্টেশনে বিহারের এক যাত্রী সন্তান প্রসব করলেন। জিআরপি সূত্রে জানা গেছে, বিহারের পূর্ব চম্পারণ জেলার বাসিন্দা নিশা কুমারী (২৪) শুক্রবার তাঁর স্বামীর সাথে আপ মিথিলা এক্সপ্রেসে সফর করছিলেন। জেনারেল বগিতে থাকা ওই মহিলার হঠাৎ প্রসব যন্ত্রণা ওঠে।সন্ধ্যায় ট্রেন বর্ধমান রেল স্টেশনে পৌঁছালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই মহিলাকে ২ নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে আনা হয়। খবর পেয়ে সেখানে উপস্থিত হন বর্ধমান জিআরপি থানার মহিলা কন্সটেবল এবং সিভিক ভলেন্টিয়ার। এরপর ওই মহিলা বর্ধমান রেল স্টেশনের বসার সিঁড়িতেই এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রেলের চিকিৎসক কে. মাইতি মহিলা কনস্টেবলের ও সিভিক ভলেন্টিয়ারের সহায়তায় মা ও শিশুর চিকিৎসা করেন। উভয়েই সুস্থ আছে বলে চিকিৎসক জানিয়েছেন। চিকিৎসক মা ও শিশুকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। সেখানেই উভয়ে চিকিৎসাধীন রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments