সার্থক কুমার দে,অন্ডালঃ বিজেপির মন্ডল সভাপতি ইসিএলের জায়গাতে অবৈধভাবে তৈরি করছিল দোকান ঘর। নির্মাণ কাজ হচ্ছিল রাতের অন্ধকারে। খবর পেয়ে নেতার অবৈধ নির্মাণ ভেঙ্গে দিল কর্তৃপক্ষ। নাম ভোলা ধীবর,বিজেপির রানীগঞ্জ বিধানসভার তিন নম্বর মন্ডলের সভাপতি। থাকেন উখরা গ্রামে। উখড়া-মাধাইগঞ্জ রোডের চনচনীর পুলিশ নাকা পোস্টের পাশে ইসিএলের জায়গাতে তার একটি কাঠের সামগ্রী তৈরি করার অস্থায়ী দোকান রয়েছে। সম্প্রতি সেই জায়গাতে তিনি স্থায়ী নির্মাণ শুরু করেন বলে অভিযোগ। সামনে অস্থায়ী দোকান তার ভিতরেই চলছিল ইঁট,সিমেন্ট দিয়ে স্থায়ী দেওয়াল তোলার কাজ। বিষয়টি নজরে আসে ইসিএলের বাংকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারি কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ অবৈধ নির্মাণটি ভাঙ্গার নির্দেশ দেন। সেই মতো শুক্রবার রাতে ঘটনাস্থলে যায় সংস্থার নিজস্ব নিরাপত্তার রক্ষী ও সিআইএসএফ জওয়ানেরা। অবৈধ নির্মাণের একাংশ তারা ভেঙে দেন। নতুন করে যাতে নির্মাণ কাজ করা না হয় সেই নির্দেশ নিরাপত্তা আধিকারিকেরা জানিয়ে দেন বিজেপি নেতা ভোলা ধীবরকে। শনিবার দোকানের সামনে দাঁড়িয়ে ভোলা ধীবর জানান, ১০-১২ বছর ধরে রাস্তার পাশে দোকান করছি। আশপাশে ইসিএল এর জায়গার উপর আরও বেশ কয়েকটি দোকান রয়েছে। যেহেতু আমি বিজেপি দলের সাথে যুক্ত তাই তৃণমূল নেতাদের উস্কানিতে ইসিএল কর্তৃপক্ষ অন্যদের দোকান ঘর গুলি না ভেঙে বেছে বেছে শুধুমাত্র আমার বিরুদ্ধে পদক্ষেপ নিল। অন্য অবৈধ দোকানগুলিও ভাঙার দাবি জানান তিনি। ভোলা ধীবরের পাশে দাঁড়িয়ে বিজেপির জেলা নেতা ছোটন চক্রবর্তী বলেন, তৃণমূল নেতাদের উস্কানিতে ইসিএল কর্তৃপক্ষ বিমাতৃসুলভ আচরণ করছে। ঐ জায়গাতে থাকা অন্যান্য অবৈধ দোকানগুলি কেন ভাঙ্গা হবে না এই বিষয়টি ইসিএল কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চাইবো বলে জানান ছোটনবাবু। বিষয়টি নিয়ে তৃণমূল নেতৃত্ব ও ইসিএল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।