নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ চাষের ক্ষতিপূরণের দাবী ও আলু বীজের কালোবাজারীর প্রতিবাদে সরব হলেন কৃষকরা। সোমবার পূর্ব বর্ধমানের মেমারি কাটোয়া রোডের রাধাকান্তপুর মোড়ে স্থানীয় কৃষকরা একত্রিত হয়ে পথ অবরোধে সামিল হন। কৃষকদের দাবী অকাল বর্ষণে আলুজমিতে জল দাঁড়িয়ে গেছে।এরফলে আলুচাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন তাঁরা। বিক্ষোভকারীদের পক্ষে সুকুমার কর্মকার জানান; ঋণ নিয়ে চাষ করে এখন চরম সমস্যার মধ্যে পড়েছেন তাঁরা। সরকারের কানে যাতে জল যায় তাই এই রাস্তা নিয়েছেন তারা। চাষিরা আরো জানান,একদিকে ধান চাষে যেমন ক্ষতি হয়েছে তেমনি আলু বীজের ক্ষেত্রেও ব্যাপক কালোবাজারি চলছে। যে আলুবীজ বৃষ্টির আগে ১২০০ থেকে ১৫০০ টাকায় পাওয়া যাচ্ছিল সেই বীজ ৪৫০০ থেকে ৫০০০ টাকা দাম চাওয়া হচ্ছে। দাবি না মানা হলে আরো বড় আন্দোলন হবে। চাষিদের দাবির মধ্যে রয়েছে – কৃষি ঋণ মুকুব করতে হবে, ইলেকট্রিকে বিল নেওয়া চলবে না, বীমার টাকা সরকারকে দিতে হবে,বীমার আওতার বাইরের ছোট বা ভাগচাষিদের ক্ষতিপূরণ দিতে হবে ইত্যাদি।
ক্ষতিপূরণ ও আলু বীজের কালোবাজারীর প্রতিবাদে সরব কৃষকরা
RELATED ARTICLES