সার্থক কুমার দে,লাউদোহাঃ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার দুর্গাপুর ফরিদপুর বিডিও কার্যালয়ে বিক্ষোভ দেখালো আশা কর্মীরা। পরে বিডিও-র আশ্বাসে উঠে বিক্ষোভ। দুর্গাপুর-ফরিদপুর ( লাউদোহা ) ব্লকে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত রয়েছেন প্রায় ১০০ জন আশা কর্মী। গত তিন মাস আশা কর্মীদের বেতন হয়নি বলে অভিযোগ। অবিলম্বে তিন মাসের বকেয়া বেতন দেওয়ার দাবিতে সোমবার দুপুর দুটো নাগাদ আশা কর্মীরা বিক্ষোভ দেখান ব্লক কার্যালয়ে। সেই সাথে চলে ধর্ণা কর্মসূচি। আশা কর্মী বৈশাখী সামন্ত,মৌসুমী রায়চৌধুরীরা জানান, এলাকায় বিভিন্ন পাড়াতে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার কাজ তারা করেন। অথচ সময় মত বেতন পান না। শেষ তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কম বেশি সব আশা কর্মীদের। বিষয়টি ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা সংশ্লিষ্ট দপ্তরে জানিও সুরাহা হচ্ছে না। দ্রুত বকেয়া তিন মাসের বেতন মিটিয়ে না দিলে আশা কর্মীরা কর্ম বিরতিতে যেতে বাধ্য হবেন বলে সাফ জানান তারা। পরে বিডিওর আশ্বাসে ওঠে বিক্ষোভ। বিষয়টি নিয়ে বিডিওর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় বলেন, আশা কর্মীদের দাবি ন্যায্য। চলতি মাসেই তাদের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
তিন মাস বেতন না পেয়ে আশাকর্মীদের বিক্ষোভ
RELATED ARTICLES