নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বুধবার বেলা ১২ টা ১০ নাগাদ বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে জলের একটি বিশাল ট্যাঙ্ক হটাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং কমবেশি আহতের সংখ্যা ২৮। গুরুতর আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। এই দুর্ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে যে শতাধিক বছরের পুরনো ওই জলের ট্যাংকটি কি একদমই দেখভাল করা হতো না? ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা ৫৩ হাজার ৮০০ গ্যালন। কী করে ট্যাঙ্ক ভেঙে পড়ল তা এখনও পরিষ্কার নয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই ট্যাঙ্ক টি ১৮৯০ সালে নির্মিত। তিনি এও বলেছেন, রেলের তরফে এটির নিয়মিত সংস্কার করা হয়। কিন্তু কদিন ধরেই তো ওই ট্যাঙ্ক থেকে জল পড়ছিল? উত্তরে রেল আধিকারিক বলেন,সংস্কারের কাজ চলছিল। এছাডাও তিনি এই দুর্ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা স্বীকার করেন নি।
১৮৯০ সালে নির্মিত জলের ট্যাঙ্ক কি একবারও পরীক্ষা করা হয়েছে? দুর্ঘটনায় উঠছে প্রশ্ন
RELATED ARTICLES