নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান স্টেশনে জলট্যাঙ্ক ভেঙ্গে জখম হওয়া তিন ট্রেনযাত্রী বাড়ি ফিরলেন। আহত তিন যাত্রী ধানবাদের দুমকা জেলা থেকে ধান কাটার কাজ করতে পূর্ব বর্ধমানের গলসির তেঁতুলমুড়ি গ্রামে এসেছিলেন। আহত যাত্রী রাবরি বিবি জানান, তিনি ও তার স্বামী মাকাইল সেখ ধান কাটার কাজের জন্য এখানে এসেছিলেন। সঙ্গে তাদের ছেলেছেলে মুকসুদ আনসারি ছিল। যে সময় বর্ধমান স্টেশনে জলট্যাঙ্ক ভেঙ্গে পরে সেসময় তারা ৩ জন দু’নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন ট্রেন ধরার জন্য। আচমকাই জলট্যাঙ্ক ভেঙ্গে পরে তারা তিনজন আহত হন। সেখান থেকে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় রাবরি বিবি, তার স্বামী ও ছেলেকে আপ ময়ুরাক্ষী এক্সপ্রেসে তুলে দেয় রেলকর্মীরা। হাসপাতালে থাকাকালীন রাবরী বিবি কোন ক্ষতিপূরণের অর্থ পাননি বলে সাংবাদিকদের জানান। বিষয়টি শুনে পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানান, হাসপাতাল থেকে যে নামের তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী প্রত্যেককে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। রাবরি বিবি নাম সেই তালিকায় ছিল না, তাই তিনি ক্ষতিপূরণ পাননি। তবে বিষয়টি জানার পর স্টেশনের প্লাটফর্মে ক্ষতিপূরণের অর্থ ৫০০০ টাকা করে দেওয়া হয় রাবরি বিবিদের।
আহত ট্রেন যাত্রীকে স্টেশনেই নগদ আর্থিক ক্ষতি পূরণ দিল রেল
RELATED ARTICLES