সাথী প্রামানিক, পুরুলিয়া, ১২ ডিসেম্বর: পর্যটকদের সুবিধার্থে জেলার পর্যটনস্থলগুলিতে ৪২ জন গাইড মোতায়েন করল জেলা পুলিশ। কাল থেকেই অযোধ্যা পাহাড়ের বিস্তীর্ণ এলাকা এবং বাঘমুণ্ডি এলাকায় কাজ করবেন প্রশিক্ষিত এই গাইডরা। আজ পুরুলিয়া শহরের বেলগুমা পুলিশ লাইনে ওই ৪২ জন টুরিস্ট গাইডকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ওই টুরিস্ট গাইডদের চিহ্নিতকরণের জন্য স্পেশাল জ্যাকেট দেওয়া হয়। প্রতি বছরই বিশেষ করে শীতের সিজনে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, জয়চন্ডী পাহাড়, দুয়ারসিনী, গড় পঞ্চকোট সহ বিভিন্ন পর্যটনস্থলে জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকেও পর্যটকদের আগমন ঘটে। তাই এবার পর্যটকদের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৪২ জন টুরিস্ট গাইডকে মোতায়েন করা হয়। আজ থেকেই ওই সমস্ত পর্যটন স্থলে মোতায়েন থাকবেন তাঁরা।
অযোধ্যা পাহাড়ে প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড মোতায়েন
RELATED ARTICLES