বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ বিষাক্ত কার্বন মনোঅক্সাইডের প্রভাবে ঘুমের মধ্যে মৃত্যু হলো দুজনের। অসুস্থ ছয়। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উইলিয়াম কেরী এলাকায় একটি মিষ্টির দোকানে। মৃত ও অসুস্থরা প্রত্যেকে ওই দোকানের মিষ্টি তৈরির কারিগর। পুলিশ জানিয়েছে মৃতদের নাম অতনু রুইদাস (২২) ও বিধান রুইদাস (২১)। রবিবার রাতে কাজ শেষ করে মিষ্টির দোকানের গোডাউনে ঘুমাচ্ছিলেন ৮ জন কর্মী। পাশেই গ্যাসের সিলিন্ডার ছিল ও স্বল্প আঁচে কয়লার উনুন জ্বলছিল। ভোরের দিকে দোকান মালিককে ফোন করে এক কর্মী জানান, আটজন অসুস্থ হয়ে পড়েছেন। দোকানমালিক ঘটনাস্থলে এসে দরজা ভেঙে আটজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দুজনকে মৃত বলে ঘোষনা করেন। খবর পেয়ে হাসপাতালে আসে নিউটন ফাঁড়ির পুলিশ। তাঁরা জানিয়েছেন, দেহ ময়না তদন্ত করা হবে। রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান উনুনের বিষাক্ত কার্বন মনো অক্সাইড গ্যাসের প্রকোপে মৃত্যু হয়েছে দুই কর্মীর। বাকিরা অসুস্থ হয়ে পড়েছেন।
দুর্গাপুরের গোডাউনে বিষাক্ত কার্বন মনোঅক্সাইডের প্রভাবে ঘুমের মধ্যে মৃত্যু মিষ্টি তৈরীর দুই কারিগরের
RELATED ARTICLES