রিন্টু পাঁজা,তারাপীঠঃ আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন। নতুন বছরের প্রথম দিনে ভক্তদের ঢল তারাপীঠ মন্দিরে। সারা বছর যাতে ভালো কাটে সেই কামনায় পুজো দিতে বাংলা হোক বা ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ভক্তদের মধ্যে উদ্দীপনা থাকে চোখে পাড়ার মতো। সোমবার ভোরে মা তারাকে স্নান করিয়ে মঙ্গল আরতির পরে মা তারার গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে পুণ্যার্থীদের জন্য। ভোর থেকে পুজো দিতে জীবিতকুন্ডু পুকুর থেকে লম্বা লাইন পড়েছে ভক্তদের, যতই বেলা গড়াচ্ছে ততই ভক্তদের ভিড় দেখা যাচ্ছে মন্দির চত্বরে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির কমিটির পক্ষে থেকে রাখা হয়েছে করা নিরাপত্তা, রয়েছে প্রচুর পুলিশ মোতায়েন, বিভিন্ন বিষয় নিয়ে মন্দির চত্বরে মাইকিং করে সতর্ক করা হচ্ছে পুণ্যার্থীদের। দুপুরে অন্যানো দিনের মতো আজকেও নিত্য ভোগের আয়োজন করা হয় মা তারার। পোলাও, অন্ন, মিষ্টি, বিভিন্ন রকমের ভাজা, শোল মাছ পোড়া সহ বিভিন্ন পদ দিয়ে মা তারাকে ভোগ নিবেদন করা। সন্ধ্যায় মা তারার বিশেষ সন্ধ্যে আরতি দেখতে বহু ভক্ত ভিড় করেন আজকের এই বিশেষ দিনে। সব মিলয়ে নতুন বছরের প্রথম দিন জম জমাট তারাপীঠ।
নতুন বছরের প্রথম দিনে ভক্তদের ঢল তারাপীঠ মন্দিরে
RELATED ARTICLES