বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ ডিপিএল থেকে বদলি করে দেওয়া কর্মীদের সংস্থার অফিসে ঢুকতে বাধা দেওয়া হলো। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বেলার দিকে উত্তেজনা ছড়ায় ডিপিএল গেটে। অভিযোগ, কর্মীরা ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা গেট বন্ধ করে দেন। এরপর ক্ষুব্ধ কর্মীরা গেটের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন। গত দু’ বছরে ডিপিএলের ৩৩২ জন কর্মীকে রাজ্য সরকারের খাদ্য দপ্তরে বদলি করে দেওয়া হয়। কাউকে আসানসোল আবার কাউকে বীরভূম জেলায় বদলি করে দেওয়া হয়। এই কর্মীরা একজোট হয়ে তাদের বিভিন্ন দাবি আদায় ও ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার জন্য একটি ফোরাম গঠন করেন। ফোরাম গঠনের চিঠি এদিন ম্যানেজমেন্টকে দিতে এসেছিলেন কর্মীরা। এক কর্মী শান্তনু ভৌমিক বলেন, “বদলি করে দেওয়ার পর ৮ জন সহকর্মীকে আমরা হারিয়েছি। এতদূরে যাতায়াতের ধকল সইতে পারে নি বা অন্য কোনও কারন হোক গত এক বছরে আমাদের আটজন সহকর্মী মারা গেছেন। এই বিষয় সহ আমাদের নবগঠিত ফোরামের কাগজ ম্যানেজমেন্টের কাছে জমা করতে এসেছিলাম। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হলো না”।
বদলি করে দেওয়া কর্মীদের ডিপিএল অফিসে ঢুকতেই দেওয়া হলো না
RELATED ARTICLES