নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় তদন্তকারী দলের উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়ার ওন্দায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা। আজ দুপুরে ওন্দার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার নেতৃত্বে ওন্দা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বিজেপি কর্মীরা। প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর অবশেষে প্রশাসনের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে নেয় বিজেপি। বিজেপির দাবী তৃনমূল নেতাদের চুরি ঢাকা দিতেই পরিকল্পিত ভাবে কেন্দ্রীয় বাহিনী ও কেন্দ্রীয় তদন্তকারীদের উপর হামলা চালানো হয়েছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান বিক্ষোভকারীরা।
সন্দেশখালিতে ইডির উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ায় পথ অবরোধ বিজেপির
RELATED ARTICLES