নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বোমাতঙ্কের অবসান হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। আউশগ্রামের ভূঁয়েরা গ্রামে চাষজমি লাগোয়া ঝোপে রাখা জারিকেন থেকে ২৭টি বোমা উদ্ধার করলো সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড। পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। শনিবার আউশগ্রামের ভূঁয়েরা গ্রামে চাষের জমি লাগোয়া ঝোপে জারিকেন ভর্তি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে আউশগ্রাম থানার পুলিশ এবং বোমগুলোকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডকে। বোমা থাকার জায়গাটি সারাদিন পুলিশ প্রহরায় থাকে। রবিবার দুর্গাপুর থেকে সিআইডি বোম স্কোয়াডের একটি দল এসে জারিকেন ভর্তির ২৭টি বোমা উদ্ধার করে। বোমাগুলি পাশের একটি ফাঁকা মাঠে এনে নিষ্ক্রিয় করা হয়। সতর্কতার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন চিকিৎসক দল ও দমকল বাহিনীও। তবে,কে বা কারা এবং কি উদ্দেশ্যে এতোগুলি বোমা এই জায়গায় রেখেছিল,তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আউশগ্রামে ২৭টি বোমা নিষ্ক্রিয় করল দুর্গাপুরের বোম স্কোয়াড
RELATED ARTICLES