নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ হাতির আক্রমনে জখম হলেন এক গ্রামবাসী। নিজের বুদ্ধিমত্তায় প্রানে বেঁচে হাসপাতালে চিকিতসাধীন বিপিন মল্ল নামে এক যুবক। ঘটনাটি ঘটে বাঁকুড়ার তালডাংরা থানার পাঁচমুড়ার নতুনগ্রামে। আহত যুবককে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আহত যুবকের দাবি, মাঠে সেচের জন্য সাবমার্সিবেল বসানোর কাজ চলছিল। তাই মাঠে তাঁবু করা হয়েছিল সেই তাঁবুতে ছিল বিপিন সহ দুজন। বৃহঃস্পতিবার ভোরে আচমকা স্থানীয় জঙ্গল থেকে একটি হাতি তাঁবুতে আক্রমন চালায়। তাঁবু ভেঙ্গে গুড়িয়ে দেয়। তাবু মধ্যে থাকা দুজনের একজন অন্যত্র পালিয়ে গেলেও পালাতে পারেনি বিপিন নামে ওই যুবক। না পালিয়ে তাঁবুর পলিথিন জড়িয়ে চুপচাপ শুয়ে থাকে সে। হাতির নজরে না আসায় হাতির শুড়ে ও পায়ে জখম হয় বিপিন। এরপরে হাতি সরে গেলে বিপিন কে উদ্ধার করে নিয়ে আসা হয় তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তার পায়ে ও হাতে চোট লেগেছে বলে জানা গেছে।
হাতির আক্রমনের সামনে বুদ্ধির জোরে প্রানে বাঁচল যুবক
RELATED ARTICLES