নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ নিখোঁজ স্কুল ছাত্রের দেহ নদী থেকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের রাজগঞ্জ পাসিখানা এলাকায়।ঘুড়ি ধরতে গিয়েই নদীতে তলিয়ে যায় বলে অনুমান পরিবারের। মৃত ছাত্রের নাম রোহিত দাস (১২)।সে রথতলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।বর্ধমান শহরের রাজগঞ্জ এলাকায় বছর বারোর রোহিত দাস বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘুড়ি ওড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তার হদিশ পাওয়া যাচ্ছে ছিল না।ঘটনার দিন বাড়ির কাছে মাঠে ঘুড়ি ওড়াতে যাচ্ছি বলে বের হয়। তারপর থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি পুলিসকে জানানো হয় এবং শহরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানো হয়। সামাজিক মাধ্যমেও এনিয়ে প্রচার চালানো হয়। রবিবার সকালে পাসিখানা এলাকায় বাঁকা নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা খবর দেন পুলিশকে।পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।উদ্ধার হওয়া দেহটি রোহিত দাসের বলে শনাক্ত করে পরিবার।পুলিশের পক্ষ থেকে দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়।ঠিক কিভাবে রোহিতের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ ছাত্রের দেহ মিলল নদী থেকে
RELATED ARTICLES