বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ বুধবার সাত সকালে সিটি সেন্টার অঞ্চলে জীবনানন্দ দাস রোডে একটি বাড়ি লাগোয়া গ্যারাজ ঘরের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুনে ভস্মীভূত হয়ে যায় দোকনটি। দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার আগুনে ব্লাস্ট করে। তার জেরে বাড়ির পাঁচিলের একাংশ ভেঙে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার কোনও অনুমতি ছাড়া অবৈধভাবে বাড়ি লাগোয়া গ্যারাজে ফ্রিজ এসি মেরামতের দোকান চলছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয় নি। বুধবার সকাল সাতটা নাগাদ আগুন লাগে ওই দোকানে। মুহুর্তের মধ্যে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান শটসার্কিট থেকে আগুন লাগে। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা পরিমল অগস্তি বলেন, ” সিটি সেন্টার অঞ্চলে এইরকম অবৈধ দোকান অনেক আছে। কোথাও ইলেকট্রিক্যাল সামগ্রী মেরামত হচ্ছে আবার কোথাও এসি বা ফ্রিজের কমপ্রেসার মেরামত ও গ্যাস ভরা হচ্ছে। প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে দোকান চালানো উচিত।”
সিটি সেন্টারের একটি গ্যারেজ ঘরের দোকানে অগ্নিকান্ডে চাঞ্চল্য
RELATED ARTICLES