নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ রেলের অফিসের সামনে ঘন্টার পর ঘন্টা রাস্তার ধারে পড়ে রইলো মৃতদেহ। অভিযোগ,উদ্ধারের কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি রেল বিভাগের পক্ষ থেকে। পথচলতি সাধারণ মানুষ থেকে অফিসের কর্তাব্যক্তি সকলেই যাতায়াতের পথে পড়ে থাকা মৃতদেহটিকে কৌতুহলবশত দাঁড়িয়ে দেখছেন,আর মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন। এই রকম অমানবিক দৃশ্য দেখা গেলো বর্ধমান শহরের রেলস্টেশন লাগোয়া রেল-ইঞ্জিনিয়ারিং বিভাগের ঠিক সামনে। দীর্ঘক্ষণ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয়দের কয়েকজন আর.পি.এফ, জি.আর.পি থেকে বর্ধমান থানা নানা জায়গায় যোগাযোগ করেন। কিন্তু রেলের তরফ থেকে কেউ এগিয়ে না এলেও খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান থানার পুলিশ। কয়েক ঘন্টা ধরে রাস্তার ধারে পরে থাকা মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ মর্গে। স্থানীয় সূত্রে খবর,রেল স্টেশন থেকে বাইরে যাবার দ্বিতীয় রাস্তায় ধারেই রয়েছে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের অফিস। দুপুর একটা নাগাদ এক ভবঘুরে কে অফিসের সামনের গেটের সামনে বসে থাকতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই সেই ব্যক্তি মারা যায়। বিকাল সাড়ে চারটে পর্যন্ত ওই রাস্তার ধারে পড়ে থাকে মৃতদেহটি।
অমানবিক দৃশ্য দেখা গেল বর্ধমান শহরের রেলস্টেশন এলাকায়
RELATED ARTICLES