Wednesday, November 27, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবড়জোড়ায় হাতির হানায় আহত এক,বনদপ্তরের আরও তৎপরতা দাবি তৃণমূল নেতৃত্বের

বড়জোড়ায় হাতির হানায় আহত এক,বনদপ্তরের আরও তৎপরতা দাবি তৃণমূল নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ এ যেনো বজ্র আটুনি ফস্কা গেরো। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে তৎপরতা দেখাচ্ছে বনদপ্তর,ঠিক তখনই বড়জোড়া ব্লকে হাতির হানা আহত হলেন এক ব্যক্তি। গত মাসে দু দিনে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল হাতির হানায়। ফের হাতির হানায় আহত হওয়ার ঘটনা ঘটলো চলতি মাসের দ্বিতীয় দিনেই। বড়জোড়া রেঞ্জের শীতলা রেঞ্জের খাড়ারি গ্রামের বাসিন্দা বছর ৫৫ এর গৌতম মন্ডল প্রাত:ভ্রমনে বেরিয়ে হাতির কবলে পড়লেন। জঙ্গল লাগোয়া রাস্তা দিয়ে প্রাতঃভ্রমনে নিজের গ্রাম খাঁড়ারি থেকে শিতলা গ্রামের দিকে যাচ্ছিলেনন। কুয়াশা ঘন রাস্তায় আচমকাই পড়ে যান একটি হাতির সামনে। হাতিটি তাকে বেশ কিছুটা তাড়া করে সুড়ে তুলে মাটিতে ছুঁড়ে ফেলেন বলে অভিযোগ। এরপর জঙ্গলের ভেতরে চলে যায় গজরাজ। স্থানীয়রা তাকে আহত অবস্থায় বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বারংবার এ হাতির আক্রমণের ঘটনায় বনদপ্তরের বিরুদ্ধে সূর চড়িয়েছেন স্থানীয়রা। হাতির আক্রমণ থেকে মানুষকে বাঁচতে স্থানীয় প্রশাসন ও বনদপ্তর সব রকম ব্যবস্থা রেখেছে ঠিকই, তবে আরও তৎপরতার প্রয়োজন বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments