Saturday, November 30, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গস্কুলের তালা ভেঙে মিডডে মিলের চাল খেয়ে চম্পট দিল হাতির দল

স্কুলের তালা ভেঙে মিডডে মিলের চাল খেয়ে চম্পট দিল হাতির দল

সাথী প্রামানিক,পুরুলিয়াঃ স্কুল থেকে মিডডে মিলের চাল খেয়ে চম্পট দিল হাতির একটি দল। ঘটনায় আতঙ্কে রয়েছে মাহাতমারা সহ পাশের কয়েকটি গ্রাম। আতঙ্কিত মাধ্যমিক পরীক্ষার্থী সহ তাদের পরিবারগুলো। ঘটনাটি ঝালদা বনাঞ্চলের কলমা গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় ও বন দফতর সূত্রে জানা গিয়েছে ঝাড়খন্ড থেকে ৩০টি হাতির একটি দল ও সেই দল কয়েকটি দলে বিভক্ত হয়ে ঝালদার মাহাতমারা, কোচাজারা, বাঁদুলহর সহ বেশ কয়েকটি গ্রামে ঢুকে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ করে। পাশাপাশি ধানও খেয়েছে। সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাঁদুলহর প্রাথমিক বিদ্যালয় সহ আশপাশের কয়েকটি বাড়ি ও দোকান ঘর।বিদ্যালয়ের প্রবেশদ্বার সহ আরও কয়েকটি শ্রেণি কক্ষের গেট ও জানালা ভেঙে মিডডে মিলের চাল খেয়ে ও আসবাব পত্র নষ্ট করে চম্পট দেয় ১০- ১২টি হাতির দল।পাশের সবজি বাড়ি সহ দোকান ঘরেও  ভাঙচুর ও সীমানা পাঁচিল ভেঙে চলে যায় হাতির দল। এবিষয়ে বাঁদুলহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সাহু জানান,খবর পেয়ে এসে দেখি প্রচুর ক্ষতি হয়েছে। বিষয়টি শিক্ষা দফতর সহ বন দফতরে জানানো হয়েছে।ক্ষতিপূরণের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্থ স্থানীয় কৃষক বিজয় চন্দ্র মাহাতো। অন্যদিকে, পার্শ্ববর্তী কোচাজারা গ্রামের বেণীমাধব মাহাতোর অভিযোগ, রাতে যে ভাবে হাতি গ্রামে তান্ডব চালিয়েছে তাতে আমরা আতঙ্কিত। সব থেকে বেশি আতঙ্কিত মাধ্যমিক পরীক্ষার্থীরা। এই অবস্থায় তাদের পড়াশুনা থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়া আসতে সমস্যা হচ্ছে।তাই প্রশাসন মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও নিয়ে আসার ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে। স্থানীয় সমাজ সেবী বাসুদেব মাহাতো জানান, এই এলাকায় এই প্রথম এতো বড়ো একটি হাতির দল এসে তান্ডব চালালো। এবিষয়ে ঝালদা ১ নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রামানন্দ মাহাতো জানান,উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। কলমা গ্রাম পঞ্চায়েত প্রধান চৈতন বাগতি জানান, বিষয়টি খুব দুঃখজনক প্রচুর ক্ষতি হয়েছে খবর পেয়েছি বন দফতরকে বলবো তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে ও পঞ্চায়েত থেকে যা যা করণীয় করবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments