নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে অনিয়মিত হতে চলেছে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে করে একথা জানালেন ‘অল ওয়েষ্ট বেঙ্গল ১০২/১০৮ পাইলট এণ্ড অ্যাটেনডেন্স ঐক্য মঞ্চে’র সদস্যরা। সংগঠনের সদস্যদের অভিযোগ,তাদের জোরপূর্বক অন্য জেলায় কাজ করতে বাধ্য করছে কর্তৃপক্ষ। চালকরা একাধিকবার তাদের সমস্যা,দাবিদাওয়া নিয়ে সরব হলে আশ্বাস মিললেও সমস্যার সমাধান করেনি কর্তৃপক্ষ। এমনকি কর্তৃপক্ষর কাছে সমস্যার সমাধান না পাওয়ায় ড্রাইভাররা লেবার কমিশনের কাছে অভিযোগ পত্র পাঠান। অভিযোগকারীরা জানাচ্ছেন, তারা তাদের সমস্যা নিয়ে তিনবার লেবার কমিশনে অভিযোগ পত্র পাঠিয়েছেন,স্বাস্থ্য ভবনে জানিয়েছেন,প্রত্যেক জেলার জেলা শাসকের কাছেও জানিয়েছেন। কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি। তাদের অভিযোগ, বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে তাদের কাজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়, সময় মত বেতন দেওয়া হয় না। এইসব সমস্যা নিয়ে তারা সরব হয়েছেন। আগামীকাল অর্থাৎ ১২ ফেব্রুয়ারীর মধ্যে তাদের সমস্যা না মিটলে ১৩ ফেব্রুয়ারী থেকে ১০২ পরিষেবা তারা বন্ধ করে দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা অনিয়মিত হলে প্রসূতি ও মায়েদের স্বাস্থ্য পরিষেবা পেতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে।
একাধিক সমস্যার সমাধান না হলে বন্ধ হবে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা
RELATED ARTICLES