নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ দেশের লোকসভা নির্বাচনের সরকারি প্রক্রিয়া শুরু হলেও এখনো ভোট ঘোষণা হয়নি। তার আগেই বাঁকুড়ায় দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল। প্রার্থীর নাম ছাড়াই আপাতত বাঁকুড়ার পুরপ্রধান,বাঁকুড়া জেলা তৃণমূল চেয়ারম্যান অলকা সেন মজুমদারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা আজ থেকে শুরু করে দিলেন ভোটের দেওয়াল লিখন। আগাম এই দেওয়াল লিখন তৃণমূলকে বাড়তি কোনো সুবিধা করে দিতে পারবে না, দাবী বিজেপির। প্রশাসনিক স্তরে লোকসভা নির্বাচনের যুদ্ধকালীন প্রস্তুতি শুরু হলেও ভোট ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলি এখনো প্রচারের ময়দানে নামেনি। এই সময় ডান বাম সবদলই চাইছে নিজেদের ঘর গুছিয়ে রেখে নির্বাচনী প্রচারে নামার সবরকম প্রস্তুতি সেরে রাখতে। এরই মাঝে বাঁকুড়া লোকসভায় দেখা গেল অন্য ছবি। বাঁকুড়ার খোদ পুরপ্রধান ও বাঁকুড়া জেলা তৃণমূল চেয়ারম্যান অলকা সেন মজুমদারের নেতৃত্বে নির্বাচনের দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কর্মীরা। যেহেতু এখনো দলের প্রার্থী ঘোষণা হয়নি তাই দেওয়াল লিখনে ফাঁকা রাখা হচ্ছে প্রার্থীর নামের জায়গা। তৃণমূলের দাবী গ্রাম পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচনের মতো ছোট নির্বাচন নয় লোকসভা নির্বাচন। এই বিশাল নির্বাচনে আগে থেকে দেওয়াল লিখন করা থাকলে সেক্ষেত্রে নির্বাচনের আগে প্রচারে অনেকটা এগিয়ে থাকা সম্ভব হবে। আগাম দেওয়াল লিখনে নির্বাচনী প্রচারে তৃণমূল বাড়তি সুবিধা পাবে এমনটা মানতে নারাজ বিজেপি। বিজেপির দাবী বাঁকুড়ার মানুষ এই নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তাই বিজেপি বাঁকুড়া লোকসভা সহ গতবারের ১৮ টির থেকে দ্বিগুণ ভোটে জয়লাভ করবে। তাই তৃণমূল ভয় পেয়ে আগেভাগে দেওয়াল লিখন করে দেওয়ালে জায়গা করার চেষ্টা করছে। তৃণমূলের সাহস থাকলে দেওয়াল লিখনে প্রার্থীর নাম সমেত দেওয়াল লিখে দেখাক,চ্যালেঞ্জ বিজেপির।
ভোট ঘোষণার আগেই শুরু তৃণমূলের দেওয়াল লিখন,বাড়তি সুবিধা মিলবে না দাবী বিজেপির
RELATED ARTICLES