বিশেষ প্রতিনিধি, দুর্গাপুর: সন্দেশখালিতে আইপিএস যশপ্রীত সিংকে খালিস্তানি বলায় সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরেও শিখ সম্প্রদায়ের লোকেরা প্রতিবাদে সরব হলেন। বুধবার দুপুরে পিয়ালা মন্দিরের কাছে জাতীয় সড়ক অবরোধ করে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। শুভেন্দু অধিকারির কুশ পুতুল দাহ করেন শিখরা। তবে এদিনের অবরোধের ধরণ ছিল একটু ভিন্ন। অবরোধের জেরে আটকে পড়া বড়, ছোট গাড়ি চালক সহ বাইক আরোহীদের সঙ্গে কথা বলেন শিখ সম্প্রদায়ের লোকেরা। জানতে চান একজন শিখ সম্প্রদায়ের আইপিএসের মাথয় পাগড়ি থাকার জন্য তাঁকে খালিস্তানি বলাটা ঠিক না ভুল। প্রত্যেকেই এই ঘটনার নিন্দা করছেন। পথচারীদের সঙ্গে কথা বলে জনমত গড়ে তোলার চেষ্টা করেন শিখ সম্প্রদায়ের লোকেরা। দুর্গাপুর সেন্ট্রাল গুরদ্বার কমিটির সভাপতি তেজন্দর সিং বলেন ” ধর্মের ভিত্তিতে রাজনীতির আমরা বিরোধিতা করছি। এখানে আমরা সমস্ত সম্প্রদায়ের লোকেরা একসাথে মিলেমিশে থাকি। সেখানে আমাদের ধর্মের ওপর আঘাত কখনই কাঙ্ক্ষিত নয়।
খালিস্তানি কাণ্ডে দুর্গাপুরেও শিখ সম্প্রদায়ের প্রতিবাদ
RELATED ARTICLES