নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: বর্ধমানেও শিখ সমাজের বিক্ষোভ কার্জনগেটের কাছে। বুধবার রাতে বর্ধমান গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে বিক্ষোভ দেখান হয়। কমিটির পক্ষ থেকে সভাপতি মহিন্দর সিং সালুজা বলেন,’গোটা রাজ্যেই এই প্রতিবাদ হচ্ছে। এটা পাগড়ির অসম্মান। পাগড়ি পড়লেই কাউকে খালিস্তানি বলা ঘোর অন্যায়। ওই আধিকারিক তার দায়িত্ব পালন করছিলেন। এই মন্তব্যে আমরা দু:খিত। আমরা ভারতীয়। এটাই আমাদের পরিচয়।’ অন্যদিকে এই নিয়ে আজ তার প্রতিক্রিয়া জানান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস এস আহলুওয়ালিয়া। তিনি বলেন, ‘ বিজেপি এইরকম মত পোষণ করে না। ভিড়ের মধ্যে কে ছিল কেউ দেখেনি। ওখানে শাহজাহানের লোক থাকতে পারে। সন্দেশখালির ঘটনায় শাসকদল চাপে আছে। তাই নজর ঘুরিয়ে দিতে এই বিষয়টাকে বড় করা হচ্ছে। এটা একটা চিত্রনাট্যের অংশ।’
পাগড়ির অসম্মান,বর্ধমানে শিখ সম্প্রদায়ের প্রতিবাদ
RELATED ARTICLES