নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজুদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেফতার করল সি আই ডি। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে তাঁকে ৪ মার্চ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যান থাকাকালীন নিজের পদের প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী জেসমিন খাতুনকে চাকরী পাইয়ে দিয়েছিলেন এমন অভিযোগ উঠেছিল। ২০১৫ সালের স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেলের ভিত্তিতে ২০১৯ সালের নভেম্বর মাসে জেসমিন খাতুন বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভতড়া শ্রী দুর্গা বিদ্যায়তন হাইস্কুলে সংস্কৃতের শিক্ষিকা হিসাবে যোগ দেন। বাতিল প্যানেলে চাকরি পাওয়ার ঘটনায় আদালতের নির্দেশে অভিযোগ দায়ের করেন বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক।ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সি আই ডি কে। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় জাসমিন খাতুনকে।
স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রীকে গ্রেফতার করল সি আই ডি
RELATED ARTICLES